ঢাকা : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এসংক্রান্ত চিঠি ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লিখিত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন (শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ৩, ৪, ৫, ৬ ও ৭) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
ইসি জানায়, চট্টগ্রাম-৮ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
সোনালীনিউজ/এমটিআই