অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সাময়িক বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০১:২৮ পিএম

ঢাকা : অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ওয়েবসাইটে এক নোটিশ জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেয়া নোটিশে বলা হয়েছে, নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বসাধারণের প্রবেশ বন্ধ আছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। কেবলমাত্র সকল অথরাইজড ইউজার প্রবেশ করতে পারবে।

জন্ম ও মৃত্যুনিবন্ধনের সকল সেবার ক্ষেত্রে সকল সেবাপ্রার্থীকে ও আবেদনকারীকে তার নিকটস্থ নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কবে নাগাদ এ সেবা আবার চালু হতে পারে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

কিছুদিন আগে জন্ম ও মৃত্যুনিবন্ধনের সেবা নেওয়া কয়েক কোটি মানুষের তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। মন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল অনেকে বিষয়টি স্বীকার করেছেন। সে প্রেক্ষিতে সার্ভার সুরক্ষা নিশ্চিতের পরে আবার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সোনালীনিউজ/এমটিআই