হোয়াইট হাউস

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করলে সেটি হামাসকে সাহায্য করবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ১০:১১ এএম

ঢাকা : দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইতোমধ্যেই হামলায় প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে, দাবি উঠছে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের। যুক্তরাষ্ট্র মনে করছে, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করলে সেটি কেবল হামাসকেই সাহায্য করবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হোয়াইট হাউস জানায়, গাজায় পূর্ণমাত্রার যুদ্ধবিরতি কেবল হামাসকে সাহায্য করবে। তবে তারা মনে করছে, গাজায় অত্যাবশ্যক সহায়তা দেওয়ার জন্য চলমান ইসরায়েলি হামলায় মানবিক ‘বিরতি’ দেওয়ার বিষয়টি বিবেচনা করা
যেতে পারে।

[209644]

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘গাজায় এখন যুদ্ধবিরতি হলে সেটি আসলেই শুধুমাত্র হামাসের উপকার করবে।’

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদত্যাগ চেয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষে ‘সাফাই’ গাওয়ায় তার এ পদত্যাগ দাবি করা হয়েছে।

এমটিআই