ঢাকা : সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। ২০১৫ সালের পর থেকে জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। বাংলাদেশের নির্বাচনেও কোন পর্যবেক্ষক পাঠাবে না সংস্থাটি।
আগামী ৭ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পরাশক্তিধর দেশগুলো।নির্বাচন পর্যবেক্ষনে আসছে ১৭৯ পর্যবেক্ষক সংস্থা ও সাংবাদিক। তবে আসছেনা জাতিসংঘ পর্যবেক্ষক দল।আর এবিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।
[212989]
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুজারিক স্পষ্ট জানিয়েছেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। ২০১৫ সালের পর থেকে জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি।বাংলাদেশের নির্বাচনেও কোন পর্যবেক্ষক পাঠাবে না সংস্থাটি।
জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি। স্টেফানি ডুজারিক আরও বলেন, সর্বশেষ ২০১৫ সালে বুরুন্ডিতে নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছিল জাতিসংঘ।
বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট কারণে কেবল জরুরি পরিস্থিতিতেই পর্যবেক্ষক পাঠায় জাতিসংঘ। বাংলাদেশে তেমন পরিস্থিতি যেহেতু নেই, সেহেতু পর্যবেক্ষক পাঠাবে কী পাঠাবে না, সেই আলাপ তোলার সুযোগও নেই।
এমটিআই