ইজতেমায় এক লাখ পানির বোতল বিতরণ করেছে পুলিশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৭:০২ পিএম

ঢাকা : টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় আগত মুসল্লিদের তৃষ্ণা নিবারণে এক লাখ বোতল পানি বিতরণ করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় ইজতেমায় আগত মুসল্লিদের মাঝে এক লাখ বোতল বিশুদ্ধ পানির বোতল বিতরণ করে ডিএমপির উত্তরা বিভাগ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এখানে অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। অনেকে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। ধর্মপ্রাণ মুসল্লিদের সুপেয় পানির কষ্ট পুলিশের নজরে আসে। বিষয়টি ডিএমপি কমিশনার এর সাথে পরামর্শ করা হয়। তার নির্দেশনায় আব্দুল্লাহপুর তাসিন সিএনজি পাম্প, কামারপাড়া মোড় ও আইইউবিএটি ইউনিভার্সির্টি- এ তিন স্থানে বিনামূল্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হচ্ছে।

[216890]

সমাজের বিত্তশালীদের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ‘বিশ্ব ইজতেমা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ইজতেমায় আগত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির নিরাপত্তা প্রদান, গমনাগমন সহজিকরণসহ অন্যান্য সকল বিষয়ে ডিএমপি’র উত্তরা বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে।

এমটিআই