ঢাকা : জেলেনস্কি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। এজন্য সম্মেলনের ফাঁকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। সেখানে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তিনদিনের সফরে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ সম্মেলনের ফাঁকেই তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সংবাদ সম্মেলনে তা স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
[217647]
তিনি বলেন, বাংলাদেশ সব সময়ই যুদ্ধের বিরুদ্ধে। আমরা পৃথিবীতে শান্তি-স্থিতি চাই। এছাড়া জেলেনস্কি নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। এজন্য সম্মেলনের ফাঁকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। সেখানে মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।
[217644]
উল্লেখ্য, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা অংশ নেন। ১৯৬৩ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের ৬০ বছর পূর্তিও এবার উদযাপন করা হবে।
এমটিআই