ঢাকা: রমজান ও ঈদের আগে খাদ্য মজুদ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের অপব্যবহার এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে র্যাবকে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুদ করে রাখে এবং সেগুলোর দাম বাড়াতে অনৈতিক কৌশল অবলম্বন করে। তারা আরও বেশি মুনাফাখোর হয়ে ওঠে, ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে ঈদের আগে নজরদারি আরও বাড়াতে হবে। র্যাব সদস্যদের জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
আইএ