পররাষ্ট্রমন্ত্রী

দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের মধ্যে কৃতিত্ব নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৮:৫৬ পিএম

ঢাকা: গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা অবশ্যই হবে। তবে দেশ বিধ্বংসী সমালোচনা কাম্য নয়। দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের মধ্যে কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

[220653]

হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমকে দেশের ইতিবাচক দিক বহির্বিশ্বে তুলে ধরতে হবে। বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর বাইরের দেশের গণমাধ্যম যত বড় করে প্রকাশ করে, তার চেয়ে কয়েকগুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তিনি বলেন, সংবাদ অবশ্যই প্রকাশ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেটি যেন নেতিবাচক প্রভাব না ফেলে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের দলের নেতা বিদেশে থেকে পেইড এজেন্টের মাধ্যমে দেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। আর দেশের মানুষ সেটি দেখে বিভ্রান্ত হয়। তারা পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছিল, করোনার টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন আবার শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। এগুলোর বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।

[220642]

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, তারা কি একবারও ভেবে দেখেছে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক এমন গভীর সম্পর্ক বিশ্বের আর কোনো দেশের মধ্যে আছে? 

আইআরএফ সভাপতি হাসান মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। 

[220628]

আইএ