ভুয়া নিয়োগপত্র নিয়ে সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৬:৩৬ পিএম

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে একটি ভুয়া নিয়োগপত্রের বিষয়ে সতর্ক থাকতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠনো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে “অফিস সহায়ক” পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এতে চলতি বছরের ২৫ এপ্রিলের একটি স্মারক নং ব্যবহার করা হয়েছে - যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এই ভুয়া নিয়োগ পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে “জনপ্রশাসন বিভাগ” নামে অভিহিত করা হয়েছে। এই নিয়োগ পত্রের মাধ্যমে পাঁচজন ব্যক্তিকে আগামি ২২ মে যোগদান করতে বলা হয়েছে। এই পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ এর নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবী “সিনিয়র সচিব” এবং শাখার নাম “নিয়োগ ও পদায়ন শাখা” উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোন শাখার অস্তিত্ব নেই।

এই ভুয়া নিয়োগ পত্রের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এই ধরনের কোন নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগ পত্র তৈরি করা হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। তাই, এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হল।

আইএ