ঢাকা : র্যাব ফোর্সেস এর ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
বুধবার (৫ জুন) সকালে র্যাব সদর দপ্তরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগক জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুর আলম ও অতিরিক্ত মবাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
[224922]
পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পাশাপাশি দুপুর সোয়া ১২টায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। এদিন দুপুর ২টায় র্যাব মহাপরিচালক গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন।
এমটিআই