ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে।
[225466]
মঙ্গলবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
এমটিআই