ঢাকা : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। আজ বৃহস্পতিবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে গতকালের থেকে ভিড় বাড়লেও নেই যাত্রীদের ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপরের
ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
বুধবার (১২ জুন) ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুরু হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে।
[225564]
অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি, সময় মতো। আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এখন স্টেশন ছাড়ার অপেক্ষায় রয়েছে দুটি ট্রেন। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ। আজ লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।
[225562]
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গতকাল ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটি ট্রেনের। আজ সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
এমটিআই