সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৩:২৩ পিএম

ঢাকা: এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের সাবেক কমিশনার (ভ্যাট কমিশনার) ওয়াহিদা রহমান চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ জুন) এ  নিষেধাজ্ঞা দেন আদালত।

এর আগে ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। 

গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকার অপরিশোধিত সুদ একক সিদ্ধান্তে মওকুফ করায় এ মামলা করা হয়।

এনবিআর সদস্য হোসেন আহমদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত টিমের প্রতিবেদনে এর সত্যতা পাওয়া গেছে।

ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার হিসেবে অবসরে গিয়ে বর্তমানে পিআরএলে রয়েছেন। 

আইএ