আজ সংসদে পাস হতে যাচ্ছে অর্থ বিল, বাজেট পাস রোববার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০১:২০ পিএম

ঢাকা : বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল পাস হতে যাচ্ছে শনিবার (২৯ জুন)। আর আগামীকাল রোববার (৩০ জুন) পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

এই বাজেট পাসের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদের আওয়ামী লীগ সরকারের নতুন অর্থবছর। সোমবার (১ জুলাই) নতুন অর্থবছরের প্রথম দিন কার্যকর হবে।

গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দুই-একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে।

[226527]

সূত্রে জানা গেছে, আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে দেশি-বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহালই থাকছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

এমটিআই