স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনে সহিংসতায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৪:০০ পিএম

ঢাকা: সাম্প্রতিক কোটাবিরোধী আন্দোলনে সংহিসংতার দেশজুড়ে ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রোববার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। 

মন্ত্রী আরো বলেন, মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে।পরবর্তীতের যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশ করা হবে। 

[228249]

এসময় মন্ত্রী বলেন, সহিংসতা পরবর্তী সময়ে একজন নির্দোষ মানুষকেও গ্রেফতার করা হয়নি। এটা অপপ্রচার চালানো হচ্ছে।ভিডিও ফুটেজ দেখে সহিসংতাকারীদের ধরা হচ্ছে।

তিনি বলেন, আন্দোলনের সময়ে পুলিশ নির্বিচারে গুলি চালায়নি। প্রতিটির হিসাব দিতে হবে পুলিশকে।

শিক্ষার্থীদের ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।  

আইএ