ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের নিঃশর্ত মুক্তির দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ ডিবি কার্যালয়ে যাচ্ছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যাবেন তারা।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাদের ছাড়া হয়নি। আজ দুপুর আড়াইটায় আমরা ডিবি কার্যালয়ে যাব।
এর আগে গতকাল ওই ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তাঁরা।
[228564]
গতকাল টিআইবির নির্বাহী পরিচালক বলেছিলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি।
এই ২৪ ঘণ্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেয়া হয়েছে, সেটা বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো।
আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আল্টিমেটাম দেয়া হলো।
এমটিআই