পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৪:৫২ পিএম

ঢাকা : সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকামুখী লং মার্চে রাজধানীতে প্রবেশ করেছে লাখো জনতা। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি। উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দল আওয়ামী লীগ গত ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সরকার পরিচালনা করেছে।

ভারতের একটি কূটনৈতিক সূত্র ইংগিত দিয়েছে, শেখ হাসিনার গন্তব্য আগরতলা অথবা কলকাতা।

সূত্রটি জানিয়েছে, ভারতীয় সেনা কর্তৃপক্ষ সেখানে বাংলাদেশের মিশনের সঙ্গে যোগাযোগ করে জানায়, বাংলাদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের’ সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে।

বিবিসি লিখেছে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছেন। তারা যাচ্ছেন ভারতের আগরতলার দিকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকামুখী লং মার্চের মধ্য দিয়ে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেও ঢুকে পড়েছে।

এক ঘণ্টা পিছিয়েছে সেনাপ্রধানের ভাষণ : জাতির উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ এক ঘণ্টা পেছানো হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বেলা ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করা হবে।

বেলা ২টায় ভাষণ দেবেন সেনাপ্রধান : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ওই সময় পর্যন্ত তিনি সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাপ্রধানের ভাষণ সম্প্রচার করার কথা রয়েছে।

[228903]

আড়াই ঘণ্টা পর ফিরল ইন্টারনেট : আন্দোলনকারীদের লং মার্চ এবং কারফিউয়ে উৎকণ্ঠার মধ্যে আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর ইন্টারনেট সেবা ফিরেছে বাংলাদেশে। ব্রডব্যান্ডের সঙ্গে ফিরেছে মোবাইল ইন্টারনেটও। তবে ফেইসবুক এখনও বন্ধ রয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার আগ দিয়ে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আগের দিন রোববার দুপুরেই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে করে আবারও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে বাংলাদেশ।

রোববার মোবাইল ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ফেইসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়। সে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই।

এর মধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থাৎ, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে।

পরে ইন্টারনেট খুলে দেওয়া হলেও ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।

উত্তরা-আজমপুরে মানুষের ঢল : বেলা সাড়ে ১১টার পরে কারফিউ অমান্য করে উত্তরা আজমপুর এলাকায় জড়ো হয়েছে বিপুল সংখ্যক আন্দোলনকারী।

নিজস্ব প্রতিবেদক আবুল বাশার সাজ্জাদ সেখান থেকে জানাচ্ছেন, মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০ হাজার মানুষ উত্তরার আজমপুরের ব্যারিকেডে পৌঁছালে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ব্যারিকেড সরিয়ে নেন। পরে পুলিশ সদস্যরাও ঢাকা অভিমুখী আন্দোলনকারীদের কোন বাধা দিতে দেখা যায়নি। এর এক ঘণ্টা পর তারা রাজলক্ষ্মীর দিকে পৌছে যান।

এর আগে রোববার রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান এক বিজ্ঞপ্তিতে সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনকে 'মার্চ টু ঢাকা' কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে, দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারাদেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসুন।

আরেক সমন্বয়ক হাসিব আল ইসলাম নগরবাসীকে ঢাকায় আসা আন্দোলনকারীদের আশ্রয় ও খাবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

দেশের প্রতিটি পরিবারের প্রতি আহ্বান থাকবে পরিবারের একজন সদস্য করে ঢাকায় পাঠান। পাড়া, মহল্লা, গ্রাম, থানা, উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন। ২৪ এর মুক্তিযুদ্ধে শামিল হোন।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন।

কারফিউ অমান্য করে রাস্তায় আন্দোলনকারীরা : কারফিউর মধ্যেই সকাল ১১টার দিকে ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিতে শুরু করেছে আন্দোলনকারীরা। কোথাও কোথাও তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও পড়েছে।

সোমবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ও শনির আখড়া থেকে মিছিল নিয়ে গুলিস্তান এবং যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোলপ্লাজার দিকে আসে আন্দোলনকারীদের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

[228901]

যাত্রাবাড়ীতে পুলিশের জলকামান পুড়িয়ে দেয়। থানা এবং সরকারি স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে বাড্ডা-রামপুরা এলাকায় বেলা ১১টা পর্যন্ত আন্দোলনকারীদের দেখা যায়নি। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে বলে আমাদের নিজস্ব প্রতিবেদক মাছুম কামাল জানিয়েছেন।

ফের ইন্টারনেট ব্ল্যাকআউটে বাংলাদেশ : অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যে সোমবার সকাল ১১টার আগ দিয়ে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগের দিন রোববার দুপুরেই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে করে আবারও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়েছে বাংলাদেশ।

রোববার মোবাইল ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ফেইসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই।

এর মধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থাৎ, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে।

পরে ইন্টারনেট খুলে দেওয়া হলেও ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।

শহীদ মিনারে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ : সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার জানান, কারফিউ উপেক্ষা করে সোমবার সকাল ১০টার দিকে শতাধিক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন। খবর পেয়ে কয়েকশ পুলিশ শাহবাগ থেকে শহীদ মিনার গিয়ে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও গুলি নিক্ষেপ করে।

এতে আন্দোলনকারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে সেখান থেকে সরে যান। এসময় সেখান থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যেতে দেখা যায়।

[228901]

বেলা ১১টায় আন্দোলনকারীদের শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মানিকগঞ্জে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুরে মানিকগঞ্জে সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।

রোববার গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তায়েবুরের মৃত্যু হয় বলে জানান তার ভাতিজা মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুরে মানিকগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাথায় ‘ইটের আঘাত লেগে’ গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশি সুমন বলেন, বিএনপি-জামায়াতের লোকজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়।

কঠোর বার্তা সরকারের : দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের তরফে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এক বার্তায়।

আন্দোলনকারীদের পরিকল্পনা কী : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিবিসি বাংলা লিখেছে, আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেইসবুকে সোমবারের কর্মসূচির পরিকল্পনা জানিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা।

সবাই শহীদমিনারে জড়ো হবেন বেলা ১১টা থেকে। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে যাবেন, সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে। পরিস্থিতি বিবেচনায় শাহবাগ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ।

'আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি,' লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

উৎকণ্ঠার প্রহর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকামুখী লং মার্চের ঘোষণায় কারফিউয়ের মধ্যে উৎকণ্ঠার সময় পার করছে মানুষ।

রোববার সন্ধ্যা ৬টা থেকে চলছে এই অনির্দিষ্টকালের কারফিউ। কখন কারফিউ শিথিল হবে, তা এখনও জানানো হয়নি।

সোমবার শুরু হয়েছে তিনদিনের সাধারণ ছুটি। অফিস আদালত, ব্যাংক ও শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগে থেকেই।

সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। সব সড়কই প্রায় জনশূন্য, জরুরি সেবার দুয়েকটি গাড়ি এবং অলিগলিতে কিছু রিকশা ছাড়া প্রধান সড়কে যানবাহন চলছে না।

বিভিন্ন মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। রাস্তায় কেউ বের হলে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে রোববার দুপুর থেকে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেইসবুক, টিকটকের মত সোশাল মিডিয়া বন্ধ রাখা হয়েছে।

এমটিআই