বাড়ল গুম সংক্রান্ত কমিশনের ক্ষমতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১০:৪৯ এএম

ঢাকা : বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে।

রোববার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়।

সচিব শেখ আব্দুর রশিদের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬ (অ্যাক্ট নম্বর ৬১৯৫৬)-এর সেকশন ১০-এর সাব সেকশন (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনকে আইনের সেকশন ১০-এ উল্লিখিত ক্ষমতা অর্পণ করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, সরকার কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর সেকশন ৫-এর সাব সেকশন (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের অধীন বিগত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের ক্ষেত্রে আইনের সেকশন ৫-এর সাব সেকশন (২), (৩), (৪), (৫) ও (৬) প্রযোজ্য করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

[235055]

গত ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের কাছে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী অভিযোগ জানাতে পারবেন। ডাকযোগে ও ই-মেইলেও অভিযোগ জানানো যাবে।

অভিযোগ জানানোর ঠিকানা: ৯৬ গুলশান, গুমসংক্রান্ত তদন্ত কমিশন।

ই-মেইল: edcommission.bd@gmail.com

এমটিআই