প্রধান উপদেষ্টার প্রেস উইং

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৮:৪০ পিএম

ঢাকা: ছাত্রলীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এখনও এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। সরকার শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সে সিদ্ধান্ত ইতিমধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

[235696]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম হাইকোর্টে যে রিট করেছেন সে বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘এটি বিচারাধীন বিষয়।’ 

গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে আমাদের উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ কথা বলেছেন। আমাদের আগের একটা অবস্থান আছে যেটা পরিবেশ উপদেষ্টা গত বৃহস্পতিবার বলেছিলেন। সেটা হলো-এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এ বিষয়ে। আলোচনায় যে সিদ্ধান্ত আসবে, সেটা পরে জানানো হবে।’

এসএস