দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৬:৫৩ পিএম

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সভাপতি মনোনিত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। এছাড়া সদস্য হয়েছেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

[236860]

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের জন্য সুপারিশ প্রদানের নিমিত্ত দুদক আইন ২০২৪-এর ৭ ধারা অনুযায়ী একটি বাছাই কমিটি গঠন করা হলো। 

উক্ত কমিটি দুদক চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রনয়ন করে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন। 

[236797]

অনূন্য ৪ জন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কাজে সহযোগীতা করবে। 

আইএ