ঢাকা: অন্তর্বতীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। তাদের নিয়ে বর্তমানে উপদেষ্টা পরিষদের ২৪ জন সদস্য রয়েছেন।
ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব প্রদান এবং পুরাতন উপদেষ্টাদের দায়িত্ব পুর্নবন্টন করা হয়েছে।
[236878]
তথ্য মতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেখ বশির উদ্দিন। মাহফুজ আলমকে কোন দপ্তর দেওয়া হয়নি। তিনি এতদিন প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে ছিলেন।
এছাড়া পুরাতন উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা হাসান আরিফকে ভূমি ও বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, এম. সাখাওয়াত হোসেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
[236877]
আইএ