আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৮:৪৩ এএম

ঢাকা: আরও ১১৮ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। গত ৭ নভেম্বর এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। যাদের কার্ড বাতিল হয়েছে তাদের মধ্যে পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পত্রিকার রিপোর্টারদের নাম রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) অধিদপ্তর থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

[236888]

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।

এম