টাঙ্গাইল: সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ, পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট এ ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান।
[238945]
এসময় তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে।
এসময় তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ত্রিশাল সেনানিবাসে প্রস্তাবিত ‘অলিম্পিক ভিলেজ’ এর নির্মাণ সাইট পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসএস