ঢাকা: সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৭ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
প্রাপ্ত খবর অনুযায়ী টাঙ্গাইলে দুটি পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪জন। এছাড়া কুমিল্লায় ৩, রাজশাহীতে ৩, গাজীপুরে ২, চাঁদপুরে ৩, ঢাকায় একজন ও বরিশালে একজন নিহতের খবর পাওয়া গেছে।
[240196]
টাঙ্গাইল:
মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই জন। শনিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশ্রা ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৫৮) এবং তার ছেলে জাহিদ হোসেন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজার এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
এ তে ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হন। এসময় অপর মোটরসাইকেলের দুই জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে। আর প্রদীপ পালকে ঢাকায় নেয়ার পথে মারা যাওয়ায় স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।
[240192]
চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন - শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮)। ইকবাল হোসেন মূলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে।
শনিবার বিকেলে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম।
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানিয়েছে, দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সুবিদপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আরোহীরা সড়কের পাশে পড়ে যায়। অটোরিকশা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নিজ বাড়ি থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলে রায়পুর উপজেলার বাসাবো এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তানজীম আব্দুল্লাহ। ওই সময় তানজীম মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কমলা শীষ রায় মৃত ঘোষণা করেন।
[240189]
রাজশাহী:
রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথি পুঠিয়ার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।
পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন বলেন, আজ দুপুর ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।
[240164]
গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরান বাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- শেরপুরের ঝিনাইগাতী থানার কাংশা এলাকার গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। শফিকুল ইসলাম ঠিকাদার ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক হয়ে একটি ট্রাক কালিয়াকৈর যাচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেলযোগে শফিকুল ও অপরজন ওই ট্রাকটি অতিক্রম করছিল। এ সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে শফিকুলসহ দুইজন সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[240177]
কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকালে চট্টগ্রামে থেকে বি-বাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এ সময়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত ৮ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
নিহত ৩ জনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নসু (৪০) ছাড়া অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
[240184]
বরিশাল:
বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া অবৈধ টমটমের চাপায় কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত কিশোর মো. শাওন হোসেন (১৬) উপজেলার জালালাবাদ গ্রামের বাসিন্দা চা দোকানি মো. বেল্লাল হোসেনের ছেলে।
পরিবারের বরাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, উপজেলার প্রত্যন্ত নোমর হাট বাজারের চায়ের দোকানের জন্য পানি আনতে বের হয় শাওন। এ সময় উপজেলার সোনমদ্দি বাজার থেকে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া টমটম পেছন থেকে শাওনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেবে না। তাই বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[240182]
ঢাকা:
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
পথচারী মো. বাপ্পি জানান, দুপুরে মগবাজার রেলগেটের পাশে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই কিশোর। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আইএ