ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে সরকার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনার অপরাধগুলো ভয়াবহ। তার আমলে সাড়ে তিন হাজার গুম হয়েছে। জুলাই- আগস্টে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ। শাপলা চত্বরসহ অনেক গণহত্যার পাশাপাশি তার আমলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে চোরতন্ত্র জারি করেছিলেন। তার সাথে চোর তন্ত্রে কারা সহযোগিতা করেছিলো তাদের অনুসন্ধান হবে। দুদক এরই মধ্যে তার দুর্নীতি অনুসন্ধানে কাজ শুরু করেছে।
এসএস