ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সচিবালয়ে ঢুকতে পারছলেন না কর্মকর্তা-কর্মচারীরা। তবে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে জানা যায়, সচিবালয়ে শুধু পায়ে হেঁটে প্রবেশের গেটটি খোলা হয়েছে (৫ নম্বর)। বাকি সবগুলো গেট বন্ধ। গাড়ি প্রবেশেরও সব গেট বন্ধ। ফলে দীর্ঘ সারিবদ্ধভাবে সব শ্রেণির কর্মকর্তারা গেটটি দিয়ে ঢুকছেন। ৫ নম্বর গেট দিয়ে আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় ফলে লাইন দ্রুত আগাচ্ছে না।
[240466]
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ছয়তলায়, পরে তা সাত ও আটতলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন দুই থেকে তিনজন।
আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
তবে সকাল ১০টার কিছু আগে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।
এম