ঢাকা : সোনালী নিউজে সংবাদ প্রকাশের পর সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সরিয়ে দেয়া হয়েছে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে।
তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি হয়েছে।
স্বৈরাচারী শেখ হাসিনার সময় থেকে ডিএমপিতে কর্মরত এই কর্মকর্তা ওমরাহ পালনের ছুটি নেওয়ার মাত্র দুইদিন পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্ত্রী ফারহানা জাহান উপমা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছে।
[240633]
এর আগে তিনি গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
অগ্নিকান্ডের ঘটনার দুই দিন আগে তাদের এই ছুটি নেওয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে। ২৯শে ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
[240770]
গত বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসকর্মী নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনার তিনদিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে সরানো হলো।
এমটিআই