১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের আগুন লাগা ভবন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০১:৫১ পিএম

ঢাকা: সম্প্রতি সচিবালয়ে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয়তলা ভবনটির পুড়ে যাওয়া চারটি তলা বাদে বাকিগুলোতে এরই মধ্যে কাজ শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আগুন লাগার পর ভবনটি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।  রোববার (৫ জানুয়ারি) গিয়ে দেখা গেছে, ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। আগুন লাগার ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের এই ভবনটি।

[241082]

সরেজমিনে ৭ নম্বর ভবনে গিয়ে দেখা যায়, ছয়, সাত, আট ও নয় তলা ছাড়া পাঁচটি তলায় কাজ চলছে। তবে আজকে ধোয়ামোছার কাজ চলছে। ঠিক করা হচ্ছে পানির লাইন,  কম্পিউটার কানেকশন। 

ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আবদুল হামিদ খান জানান, আজকে থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে ভবনের নীচের পাঁচ তলায়। আগুন লাগা চারটি তলার মেরামতের কাজ চলছে।

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুন লাগা চারটি তলায় কাজ শুরু করা যাবে বলেও জানান আবদুল হামিদ খান।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিতে সচিবালয়ের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

[241084]

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক ‌‘লুজ কানেকশন’ থেকেই সচিবালয়ে আগুন লাগে।

এসএস