ঢাকা : উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
দেশত্যাগের আগে রোববার (৫ জানুয়ারি) রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার এক সফরসঙ্গী জানান, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন খালেদা জিয়া। সেখানে তার চিকিৎসা হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।
[241161]
রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার পরিবারের এক সদস্য বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
[241166]
বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তার ওঠার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘চেয়ারপারসনকে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে, তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ব্যক্তিগতভাবে সরবরাহ করছেন।’
এমটিআই