শেখ হাসিনার সহকারী লিকুর ১৪৪ কোটির সন্দেহজনক লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:৫৬ পিএম

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সহকারী একান্ত সচিব-২ (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু, তার স্ত্রী রহিমা আক্তার ও শ্যালক রহিম শেখের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জানুয়ারি) দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে এসব মামলা করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় লিকুর বিরুদ্ধে ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, তার স্ত্রী রহিমা আক্তারের ২৩ কোটি ২৫ লাখ এবং শ্যালক শেখ রহিমের ১৪ কোটি ৭৫ লাখ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

[241686]

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতা অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাজী হাফিজুর রহমান লিকু অবৈধ উপায়ে ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার সম্পদের মালিকানা অর্জন করে নিজ ভোগ দখলের রাখায় এবং ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে।

এদিকে, লিকুর স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামি রহিমা আক্তার তার স্বামী লিকুর প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে ২৩ কোটি ২৫ লাখ ৯৯ হাজার ৮৬৮ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখায় মামলাটি দায়ের করা হয়। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জন সহায়তা করায় গাজী হাফিজুর রহমান লিকুকে আসামি করা হয়।

[241688]

অপর মামলার এজাহারে বলা হয়, গাজী হাফিজুর রহমান লিকুর প্রভাব খাটিয়ে তার শ্যালক শেখ মো. ইকরাম হোমেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৪ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৩৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় গাজী হাফিজুর রহমান লিকুকে মামলার আসামি করা হয়। 

এমটিআই