জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১২:৫২ পিএম
জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া শনিবার প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। 

তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।

মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। এসব পদক্ষেপ নিচে তুলে ধরা হলো-

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

[246773]

ওজু ও টয়লেটের ব্যবস্থা: মুসল্লিদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিস: জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

বিকল্প ব্যবস্থা: বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকাবাসীকে এই জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।

এআর

AddThis Website Tools