ঢাকা: ২৪ পেড়িয়ে ২৫ আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। অর্থাৎ আমাদের জীবন থেকে পূর্ণ একটি বছর বিদায় নিতে চলছে। সেক্ষেত্রে নতুন বছরকে নতুন চেতনায় গ্রহণ করতে হলে মুহাসাবা ও আত্মসমালোচনার কোনো বিকল্প নেই। অথচ এই সময় আত্মসমালোচনার পরিবর্তে আত্মবিস্মৃতির দৃষ্টান্তই প্রকটভাবে দেখা যায়।
নতুন বছরকে (থার্টি ফার্স্ট নাইট) স্বাগত জানাতে দেশের শহর-নগরগুলোতে জমে ওঠে উদ্দাম নাচ-গানের আসর। আমাদের মিডিয়া একে আদর করে বলে ‘তারণ্যের উন্মাদনা’। যেন তরুণ মাত্রই উন্মাদ হওয়া অপরিহার্য।
[240820]
অথচ ইসলামে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে হারাম বিবেচিত হয় মূলত এর সঙ্গে জড়িত বেশ কয়েকটি কারণের জন্য, যেমন: অপচয়, হারাম কাজ, অমুসলিম সংস্কৃতি অনুসরণ, এবং আল্লাহর বিধান লঙ্ঘন।
নিম্নে এই বিষয়গুলো কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হলো:
ক. অপচয় ও অযথা খরচ:
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সাধারণত অপচয় ও অপ্রয়োজনীয় খরচ হয়, যা ইসলামে নিষিদ্ধ।
এ বিষয়ে কুরআনে এসেছে :
"إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا"
অর্থ:
“নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ।”-আল-ইসরা: ২৭
খ. হারাম কাজের অন্তর্ভুক্তি:
থার্টি ফার্স্ট নাইটে গান-বাজনা, নাচ-গান, মদ্যপান, মিশ্র পরিবেশে অনৈতিক কার্যকলাপ ইত্যাদি ঘটে, যা ইসলামে স্পষ্টত হারাম।
হাদিসে এসেছে: রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
"لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ"
অর্থ:
“আমার উম্মতের কিছু লোক থাকবে, যারা ব্যভিচার, রেশমী বস্ত্র, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে গ্রহণ করবে।”- বুখারি: ৫৫৯০
[240645]
গ. অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ:
থার্টি ফার্স্ট নাইট উদযাপন অমুসলিমদের সংস্কৃতি থেকে আগত। ইসলামে তাদের অনুকরণ ও অনুসরণ নিষিদ্ধ।
হাদিসে রয়েছে : রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
"مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ"
অর্থ:
“যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত।”-আবু দাউদ: ৪০৩১
৪. সময় ও ইবাদতের অপচয়:
থার্টি ফার্স্ট নাইটে মানুষ সাধারণত আনন্দ-ফুর্তি ও অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করে, যা ইসলামে সময়ের অপচয় হিসেবে গণ্য।
কুরআনে এসেছে:
"وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ"
অর্থ: “আর যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে।”-আল-মুমিনুন: ৩
হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ"
অর্থ:
“দুটি নিয়ামত রয়েছে, যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়: সুস্থতা এবং অবসর সময়।”-বুখারি: ৬৪১২
এ সময়ে আমাদের করণীয়:
ক. আল্লাহকে স্মরণ করা:
থার্টি ফার্স্ট নাইট বা যেকোনো সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা উচিত।
সুরা আনফালে বর্ণিত হয়েছে:
"وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ"
অর্থ: “তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।”
খ. সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখা:
মুসলিমরা অন্যদের সৎ কাজের প্রতি উৎসাহিত করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে।
কুরআনে আল্লাহ তায়ালা বলেন:
"وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ"
অর্থ: “সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের বিষয়ে সাহায্য করো না।”
-সূরা মায়িদা: ২
মুসলিমদের উচিত থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে বিরত থাকা এবং এ সময় আল্লাহর ইবাদত ও ভালো কাজে মনোনিবেশ করা। অপচয়, হারাম কার্যকলাপ ও অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ এড়িয়ে চলা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য।
এইচ এম জহিরুল ইসলাম মারুফ।মুহাদ্দিস-জামিয়া ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা
আইএ