গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ধ্বংস করেছে সরকার

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ধ্বংস করেছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। 

এ সময় দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুশাসন দূরের কথা শাসন বলেই কিছু নেই। বলেন দেশে কোন সরকার আছে বলেও মনে হয় না।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসায় স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন। এক নিকট আত্মীয় করোনায় আক্রান্ত হওয়ায় সতর্কতা হিসেবে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গুলশানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। 

কিন্তু তিনি সশরীরে না গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেখানেই তিনি কোয়ারেন্টিনে থাকার বিষয়টি জানান। জানা গেছে, বিএনপি মহাসচিবের শ্যালক কাজী একরামুল রশীদ ফখরুলের উত্তরার বাসায়ই থাকতেন। তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। অসুস্থ হওয়ার পর রশীদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরও মির্জা ফখরুলও কোয়ারেন্টিনে চলে যান।

সোনালীনিউজ/এমএএইচ