বিএনপি থেকে বহিস্কার হচ্ছেন শওকত মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০, ০২:৩৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিস্কার হচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তিনি বিএনপি পন্থী সাংবাদিকদের পরিচালিত বিএফইউজে’র নেতা। দীর্ঘদিন থেকে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের হটকারী কার্যক্রম পরিচালনা করে আসছেন মর্মে তার ব্যাপারে এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত প্রায়।

সোমবার (১৪ ডিসেম্বর) তাকে শোকজ করা হয়েছে।শোকজ-এর কারণ হিসেবে সংগঠনে বিভ্রান্তির সৃষ্টি ও সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা বলে উল্লেখ করা হয়েছে।

তবে জানা গেছে, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজার পর সোমবার বায়তুল মোকাররমের আশেপাশে কিছু বিএনপি কর্মী পেশাজীবী পরিষদের ব্যানারে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন। দলীয় হাই কমান্ডের অনুমোদন ছাড়া এটা করা হয়। 

শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দেওয়ার সময় বেধে দেওয়া হয়।এরইমধ্যে শোকজের জবাব দিয়েছেন তিনি। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে তার একান্ত সহকারি আবদুল মতিন খামের ভেতরে করে জবাবটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পৌঁছে দেন। 

এদিকে একই সময়ে শোকজ করা হয়েছে মেজর (অব.) হাফিজউদ্দিনকে। তাকে সময় দেওয়া হয়েছে পাঁচদিন। 

সোনালীনিউজ/আইএ