ঢাকা: নগরীর বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের এম রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরভাবে ভোট দিয়েছি। ভোটাররা অধীর আগ্রহে ভোটকেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
চসিক নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চসিকের ৪১টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ এবং নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ভোট প্রদানে রয়েছে ৭৩৫টি কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি বুথ।
সোনালীনিউজ/এমএইচ