ঢাকা : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদ শামীম ওসমান বিএনপিপন্থি প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ ছিল।
কিন্তু সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে নৌকার মেয়র প্রার্থী আইভি রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সারাদিন আমি রাস্তায়, অপেক্ষা করেন। সবসময় সব কথা বলার কোনো প্রয়োজন নাই। আমার নৌকার জোয়ার এমনিই উঠেছে।
এই শহরে (নবীগঞ্জ, বন্দর, কদম রসুল, সোনাকান্দা, সিদ্ধিরগঞ্জ, নদীর ওপার, নারায়ণগঞ্জ) নৌকার এমন জোয়ার উঠেছে, এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আমি বেশি কথা বলতে চাই না।
সংবাদ সম্মেলন করে শামীম ওসমান নিজের অবস্থান পরিষ্কার করেছেন এমন প্রশ্নের জবাবে আইভি রহমান বলেন, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আমি কোনো অভিযোগও করিনাই। আমি তৈমুর আলম খন্দকারেরর বিরুদ্ধে কথা বলেছি।
আমি আমার জনগণকে নিয়ে আছি, আমি আমার জনতা নিয়েই থাকতে চাই। কে কি বলল না বলল সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় হলো- আমার প্রতিদ্বন্দ্বী আমাকে কি বলল, আমাকে সেটা খন্ডন করতে হবে। আমি অন্য কোথাও কোনো কথা বলতে চাই না।
আইভি রহমান মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া এবং নৌকার প্রার্থী করায় শেখ হাসিনার ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনালীনিউজ/এমটিআই