ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেন আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে ওনার বিষয়ে পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটাতে কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল।
ওনারা আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের। সেই দরখাস্তটা আমার কাছে এসেছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন আইনমন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ওনাদের (খালেদা জিয়া পরিবার) একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে প্রেরণ করবো আমরা।
সোনালীনিউজ/এমটিআই