ফজরের নামাজ পড়ে রাস্তা পাহারা দিতে হবে: নানক

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:৫৫ পিএম

ঢাকা : আগামীকাল ফজরের নামাজ পড়ে দলীয় নেতাকর্মীদের ঢাকা শহর পাহারা দিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, 'ওদের (বিএনপির) গাত্রদাহ রয়েছে, ওরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না। এত অনুনয় বিনয় করলাম শুনলেন না। এখন কোথায় যেতে হচ্ছে, গোলাপবাগ মাঠে।'

তিনি বলেন, 'আমার ঢাকাবাসী ভাইয়েরা। আপনাদের আতঙ্কের কোনো কারণ নাই। আওয়ামী লীগ পাহাড়া দেবে। কোনো আতঙ্কের কারণ নাই। ওরা যদি কারও গায়ে হাত দেয়, ওই হাত ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। ফজরের নামাজ পড়ে পাহাড়া দিতে হবে। ওরা যেন কোনো উচ্চবাচ্য করতে না পারে।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান বলেন, 'ওই রাজনৈতিক শক্তির মধ্যে একটা রাজনৈতিক সংকট রয়েছে। সেটা হচ্ছে খালেদা জিয়া।'

তিনি বলেন, 'আমাদের যদি আঙুল বাকা করতে হবে হয়, তাহলে ওদের পাকিস্তান যেতে হবে। পাকিস্তানও ওদের নেবে না। তাহলে কি করতে হবে? ওদেরকে রোহিঙ্গাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে।'

সোনালীনিউজ/এলআই/এমএএইচ