ঢাকা : খালেদা জিয়ার জন্য ঢাকাস্থ চীনা দূতাবাসের উপহার পাঠানো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে এই উপহারসামগ্রী প্রধানমন্ত্রীকেও পাঠায়, আমার বাসায়ও পাঠিয়েছে।
রোববার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের এক বছরপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, গত শুক্রবার একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খালেদা জিয়ার কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পাঠায় চীনা দূতাবাস।
[201937]
আগামী নির্বাচনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়মমতো হবে। কাউকে বাদ দিয়ে আমাদের নির্বাচন করার ইচ্ছা নেই। অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।
পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, পদ্মা সেতু কোনো সরকার বা দলের নয়, এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।
[201950]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত বছরের ২৫ জুন থেকে চলতি বছরের ২৪ জুন রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার যান চলাচল করেছে। এতেআয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা।
কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয় ২ কোটি ১৮ লাখ টাকা।
সোনালীনিউজ/এমটিআই