ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতাল থেকে মহানগর বিএনপির কার্যালয়ে আসেন।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে তিনি কার্যালয়ে আসেন। এর আগে গত ৬ জুলাই বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন।
কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবদুস সালাম বলেন, যেকোনো মূল্যে ১২ জুলাই ঢাকার সমাবেশ সফল করা হবে। যানবাহন বন্ধ করে সমাবেশ বানচাল করা যাবে না।
তিনি আরও বলেন, আগামীকালকের সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এবং ঢাকাবাসী প্রয়োজনে পায়ে হেঁটে সমাবেশ সফল করবে।
[202888]
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অসুস্থ শরীর নিয়েও আমি আজ অফিসে উপস্থিত হয়েছি। অতএব কালকের সমাবেশ সফল করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী আল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুর সাত্তার, আনম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, হাজী মনিরসহ মহানগর ও বিভিন্ন থানার নেতৃত্ববৃন্দ।
সোনালীনিউজ/এমটিআই