ঢাকাকে নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তা ‘দুর্ভাগ্যজনক’ : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০১:২৪ পিএম

ঢাকা : বাংলাদেশকে নিয়ে আমেরিকাকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেছেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ—যারা সব সময় গণতন্ত্রের কথা বলে, তাদের কাছে এটা অপ্রত্যাশিত।

শনিবার (১৯ আগস্ট) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ওপর যে অকথ্য নির্যাতন করা হয়েছে রাষ্ট্রকে দিয়ে, বাংলাদেশে যে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস গড়ে তোলা হয়েছে এবং বলা যেতে পারে যে, একটা টোটালি ডিপ স্টেট তৈরি করা হয়েছে; সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের থেকে এটা অপ্রত্যাশিত, যদি এই নিউজ সত্য হয়ে থাকে।'

এর আগে, ডয়চে ভেলেতে 'হাসিনার পক্ষ নিয়ে অ্যামেরিকাকে বার্তা ভারতের' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'কূটনৈতিক নোটে ভারত জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত এবং অ্যামেরিকা কারও পক্ষেই সুখকর হবে না।

[205167]

এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা নিশ্চয়ই এটা আশা করব যে, ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে এবং এই দেশে সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণে, সবার সদিচ্ছায় একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।

ডয়চে ভেলের প্রতিবেশন সত্যি হয়ে থাকলে সেটা অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে তিনি বলেন, 'এ কথাটা আমরা কখনোই বলতাম না, বলতে বাধ্য হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তারা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে তারা এই মন্তব্যগুলো করছে।'

তিনি আরও বলেন, আমি মনে করি, ভারত দেখবে বাংলাদেশের মানুষ কী চায়। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য—এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য শুভ হবে না।

ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে অভিযোগ করে ফখরুল বলেন, 'আজকে তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে।'

এমটিআই