দাদিকে দেখতে কোকোর বড় মেয়ে ঢাকায়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১২:৩৬ পিএম

ঢাকা : হাসপাতালে চিকিৎসাধীন দাদি বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন নাতি জাফিয়া রহমান। তিনি মরহুম আরাফাত রহমান কোকোর বড় মেয়ে।

জানা গেছে, রোববার (১৫ অক্টোবর) লন্ডন থেকে ঢাকায় নেমে সরাসরি তিনি গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় ওঠেন। এরপর দাদীকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। এর আগেও অসুস্থ দাদীকে দেখতে কয়েকবার দেশে আসেন জাফিয়া রহমান।

সোমবার (১৬ অক্টোবর) রাত দশটায় বিএনপি চেয়ারপরাসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য এ খবর জানান। আগেই থেকেই খালেদা জিয়ার শয্যা পাশে রয়েছেন তার ছোট পুত্রবধূ আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি গুলশানের বাসা থেকে শাশুড়ির জন্য খাবার রান্না করে নিয়ে যান।

[209095]

মেডিক্যাল বোর্ডের ওই সদস্য জানান, ম্যাডামকে জরুরি প্রয়োজনে মাঝেমধ্যেই সিসিইউতে নেয়া হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়। এভাবে চলছে তার চিকিৎসা। ম্যাডামের শারীরিক অবস্থা কখনো উন্নতি, কখনো অবনতি অবার কখনো স্থিতিশীল থাকে।

এই চিকিৎসক জানান, দুয়েক দিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে। প্যারামিটারগুলোর ওঠানামা করছে। বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন। তাই নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে ।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভারসহ নানা জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।

এমটিআই