নির্বাচনে অংশ নিতে টাকা পেয়েছে কিনা, জানাল জাতীয় পার্টি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৩:১৩ পিএম

ঢাকা : নির্বাচনে যাওয়ার জন্য জাতীয় পার্টি কারো কাছ থেকে টাকা পায়নি জানিয়ে  জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সরকারকে বিশ্বাস করা ছাড়া কোন উপায় নেই।  জাতীয় পার্টি কারো প্রলোভনে নির্বাচনে যাবার ঘোষণা দেয়নি বলেও দাবি দলের মহাসচিবের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

চুন্নু বলেন,  নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার দায়িত্ব সরকারেরই। ভোটারদের মধ্যে এখনো সংশয় আছে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা? সুষ্ঠু ভোট হবে কিনা?

[211824]

জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে যাচ্ছে- বুধবারই তা নিশ্চিত করেছে দলটি। এর প্রভাব পড়েছে কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে ঢাকার বাইরের নেতাই বেশি।

এদিকে, চতুর্থ ও শেষ দিনের মতো দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে জাতীয় পার্টি। প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে তৈরি হয়েছে উদ্দীপনা। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়ও প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু করবে জাতীয় পার্টি।

এমটিআই