এত দিন কোথায় ছিলেন মান্না, রাজপথে ফিরেই যা বললেন

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৩:২১ পিএম

ঢাকা: সপ্তম দফায় আবারও সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে। অবরোধের সমর্থনে রাজধানীর প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজপথে ফিরেই এত দিন কোথায় ছিলেন- তার জবাব দিয়েছেন তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম। এখনো আমি পুরো সুস্থ নই। আজকের এই সমাবেশে আসব এ রকম সিদ্ধান্ত ছিল না। কিন্তু পরিস্থিতি আমাকে আসতে বাধ্য করেছে। এই যে পুরো এক মাস গণতন্ত্র মঞ্চ লাগাতার লড়াই করছে। মিছিল-মিটিংয়ে কোনো ত্রুটি রাখেনি। আমার দল নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ পুরো সংগঠনের নেতারা এই আন্দোলনের মধ্যে আছেন। ’

‘কিন্তু হঠাৎ করে কেউ কেউ পত্রিকায় মিডিয়ায় লিখলেন, মাহমুদুর রহমান মান্না কোথায়? হঠাৎ আমার জন্য এত দরদ, নাকি। সরকারি দল করে না এ রকম। বিএনপি কই, মাঠে তো দেখি না। আন্দোলন তো করে না। আবার একজন শীর্ষ ক্ষমতার মালিক বলেন, তারেক ব্যাটা এত যদি সাহস থাকে দেশে আয়। উনি যদি দেশে আসেন তাহলে আপনি কী করবেন? সোজা এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে জেলে পাঠাবেন। এমনি এমনি জেলে যাওয়ার জন্য আসবে কেন’, বলেন নাগরিক ঐক্যের সভাপতি। 

[211998]

তিনি আরও বলেন, ‘এখন বলছে, রাজপথে কোথায় বিরোধী দলের নেতা বিশেষ করে বিএনপিকে তো দেখি না। বিএনপি নেতাদের ওপরে যে নির্যাতন করেছে , ২৮ তারিখ যে ঘটনাটা ঘটিয়েছে , এখনো টপাটপ চিল যেমন মুরগির বাচ্চা ধরে নিয়ে যায় এ রকম বিএনপি নেতাদের ধরে নিয়ে যাচ্ছেন। বিচার করছেন রাত-দিন মিলে। প্রতিদিন পত্রিকায় দেখবেন ৬০-৬৫ জন, কারও নামে দুবছর, কারও নামে আড়াই বছর, কার নামে তিন বছর সাজা দিয়ে দিচ্ছে। মামলা চালুই হয়নি অথচ সাজা নির্ধারিত। ’

নির্বাচনের কত চমৎকার পরিবেশ বিরাজ করছে সরকারি দলের এমন বক্তব্য প্রসঙ্গে মান্না বলেন, ‘আপনারা আপনাদের অফিসের মধ্যে মিষ্টি বিতরণ করেন, খাওয়া-দাওয়া করেন।ক্যান্ডিডেটদের তো ঠিক নেই। কতদিন আওয়ামী লীগ করেন তারও ঠিক নেই। কেনোমতে যাতে একটা নমিনেশন পাওয়া যায়, নমিনেশন কিনছেন। অতএব আপনাদের তো উৎসব হবেই।’ 

তিনি বলেন, ‘নায়ক-নায়িকারা যাচ্ছেন। অনেকে তাদের দেখতে যায়। কেউ আবার বিরাট বিরাট ক্রিকেটারকে দেখতে যাচ্ছেন। বিরাট উৎসব। মাল ছাড় কাম কর। এটা হলো আওয়ামী লীগ। এই হলো নির্বাচন। আরে এই নির্বাচনের কথা বলে আমার নামে পত্রিকায় লিখছে, ওনাকে এতদিন ধরে দেখা যাচ্ছে না কেন? ঘটনা তো খারাপ। আমরা শুনছি, সরকারি বড় বড় মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। ’ এ সময় কার সঙ্গে তার বৈঠক হয়েছে যে কোনো একজনের নাম জানতে চান মান্না। 

এমএস