ওবায়দুল কাদের

স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৩:০১ পিএম

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন সংসদীয় এলাকায় সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি স্বাভাবিক। কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনের পর ঠিকই ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন না থাকায় তাদের আন্দোলনে মরিচা ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগুপ্তা হামলা করতে হত না। 

এমএস