ঢাকা : সরকারের নতজানু নীতির কারণে সীমান্ত অরক্ষিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকার না থাকায় সার্বভৌমত্ব দুর্বল বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে রুহুল কবির রিজভী এ সব কথা বলেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির শাসনামলে এ ধরনের ঘটনার জবাব দেয়া হয়েছে। বর্তমান সরকার প্রতিবাদ করতেও ভয় পায়।
ক্ষমতাসীনরা জনগণকে জিম্মি করে অন্য দেশের সেবা দাসত্ব করতে ব্যস্ত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
[216942]
প্রধানমন্ত্রীকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের চিঠির প্রসঙ্গে রিজভী বলেন, এটি দেশের সাথে দেশের সম্পর্ক। বাণিজ্যের বিষয় যেখানে গুরুত্ব পায়। তবে বাংলাদেশের নির্বাচন, বিরোধীদের ওপর নির্যাতন, আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নে এখনো মার্কিন সরকার উদ্বিগ্ন।
এমটিআই