ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়।’
সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
[219770]
শেখ হাসিনা বলেন, ‘আমাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোই মানুষের পাশে দাঁড়িয়েছে। তখন কিন্তু আর কাউকে পাওয়া যায় নাই। আজকে আমরা যখন ইফতার পার্টি বন্ধ করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা এই খাবার সাধারণ মানুষের মাঝে বিলাব। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং আমাদের প্রতিনিধিরা সবাই সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন। আওয়ামী লীগ দেয়, দিতে জানে। আর সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। যারা প্রতিনিয়ত বলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করে, অগ্নি সন্ত্রাস করে, এখন তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। ইফতার পার্টিতে গিয়েও আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়। নিজেরা ইফতার খায়, আওয়ামী লীগের গিবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে।’
[219778]
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পরও ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাকে।’
তিনি বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের দাম বাড়ছে।’
প্রসঙ্গত, গতকাল রবিবার ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালিত হয়।
এমএস