দেশে গণঅভ্যুত্থান শুরু হয়ে গেছে: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০২:০২ পিএম

ঢাকা : দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ছাত্র জনতার চলমান অসহযোগ আন্দোলনে বিএনপির সব নেতাকর্মীকে সর্বাত্মক শরিক হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

রোববার (৪ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে যেসব দাবি জানিয়েছে আমরা তাদের দাবির প্রতি সমর্থন করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মীসহ দেশের সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানাচ্ছি।

[228852]

এ সময় ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে সেনাবাহিনীসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারী কর্মকর্তা কর্মচারীর আহ্বান জানান ফখরুল।  

এসময় বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, ১৯৫২, ৬৯, ৭১ এর চেয়ে বড় গণঅভ্যুত্থান শুরু হয়েছে সারাদেশে, গণআন্দোলন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু এবং সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমটিআই