দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন মির্জা ফখরুল

  • নিজন্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৫:৩৮ পিএম

ঢাকা : দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। বৈঠক সুন্দর হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

[228906]

বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এমটিআই