ঢাকা: আওয়ামী লীগ সরকারকে বিপ্লবের মাধ্যমে হটিয়ে শিক্ষার্থীরা অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে সমাবেশে ভাচুর্য়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমাদের বীর সন্তানেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা এবং ন্যায়ভিত্তক সমাজ গঠন করতে হবে।
খালেদা জিয়া বলেছেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।
আইএ